ঢাকাTuesday , 5 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • ফরিদপুরের নগরকান্দায় টাকা গয়না ও সন্তানকে নিয়ে রাতেঁর অন্ধকারে বউ পালানোর অভিযোগ 

    দেশ চ্যানেল
    March 5, 2024 12:36 pm
    Link Copied!

    মিজানুর রহমান ফরিদপুর জেলা প্রতিনিধি :

    ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের খন্দকার আলমগীর হোসেন গুরুজীর ছেলে খন্দকার আরমান হোসেনের স্ত্রী তৃষ্ণা আক্তারী টাকা স্বর্নের গয়না ও তিন বছরের সন্তান আব্দুল্লাহ আল হাসান

    কে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় থানায় অভিযোগ করেন খন্দকার আরমান হোসেন।

    গত ১০ মে ২০১৮ সালে খন্দকার আরমান হোসেন পারিবারিক ভাবে শরা শরিয়ত মোতাবেক বিয়ে করেন ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া গ্রামের মোঃ মোস্তফা আকন্দর মেয়ে তৃষ্ণা আক্তারীকে।

    অভিযোগে জানা যায় শশুর হাটবাজারের ইজারাদারী করেন তার টাকার দরকার হওয়ায় আত্বিয়তার সুবাদে ৬ জানুয়ারী ২০২০ ইং তারিখে মেয়ে জামাইর কাছ থেকে ৭ লাখ টাকা নেয় ।

    খন্দকার আরমান বলেন, বিয়ের পর বছরখানিক সংসার ঠিকমতো চলছিল কিন্তু পাওনা টাকা স্ত্রীর মাধ্যমে চাওয়ার কারনে স্ত্রী সংসারে অশান্তি সৃষ্টি করে। কখনো গলায় ফাঁস লাগাতে যায় আবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। শশুর বাড়ী থেকেও আমি আদর বঞ্চিত।তৃষ্ণা আক্তারী একাধিক বার বাড়ি থেকে পালিয়ে যায়। গত ১০ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে রাত চারটা থেকে সাড়ে চারটার মধ্যে নগদ ৩ লাখ টাকা, ৫ ভরি ৬ আনা স্বর্নের গয়না সহ আমার তিন বছরের সন্তান আব্দুল্লাহকে নিয়ে পালিয়ে যায়।

    শশুর বাড়ির লোকজনদের সাথে যোগাযোগ করি এবং সেখানে যাই। তারা আমাদের সাথে খারাপ আচরন করেন। এক পর্যায় তাদের প্রতিবেশীর মাধ্যমে সেখান থেকে পালিয়ে আসি।শুনেছি অন্য কোন পুরুষের সাথে বিয়ে দিয়েছে তার পরিবার। স্ত্রীকে আনার জন্য তাদের ইউনিয়নের চেয়ারম্যান এর কাছে শালিস দরবার করেও চেয়ারম্যান কোন সমাধান করতে পারেনি। টাকাপয়সা স্বর্নলংকার চুরি করে নেওয়ায় থানায় একটি অভিযোগ করেছি।খন্দকার আরমান বলেন তাদের মেয়ে যেখানেই বিয়ে দেক কিন্তু আমার সন্তান রক্ষার্থে আমি আমার সন্তানকে ফেরত চাই।

    আরমানের পিতা খন্দকার আলমগীর হোসেন গুরুজী বলেন, আমার একমাত্র ছেলে পারিবারিক ভাবে বিয়ে করাই। বিয়ের এক দেড়বছর ভালোই ছিল। ছেলের শশুরকে টাকা ধার দেওয়ার পর টাকা ফেরত চাওয়াতে বউ আমার সংসারে অশান্তি সৃষ্টি করছে। বউ টাকা, স্বর্নলংকার চুরি করে ও নাতনি কে নিয়ে রাতেঁর আঁধারে পালিয়ে গেছে।

    ইউপি চেয়ারম্যান খালেক মোল্লা বলেন, আমি দুই পরিবারের মধ্যে মিমাংসা করে দেওয়ার চেষ্টা করেছি মেয়ে পক্ষ গড়িমসি করে না আসায় বিষয়টি মিমাংসা করতে পারিনি।

     

    তৃষ্ণা আক্তারীর পিতা মোঃ মোস্তফা আকন্দর মোবাইল ফোন বন্ধ থাকায় এবিষয়ে তার কোন বক্তব্য জানা যায়নি।

    তৃষ্ণা আক্তারীর বলেন শশুর বাড়ির লোকজন আমাকে নির্যাতন করে তাই রাতের আধারে সন্তান নিয়ে পালিয়ে বাপের বাড়িতে চলে আসি।এছাড়া আমি আর স্বামীর সংসার করবোনা বিয়েও বসবনা। সন্তানের বিষয় সে বলেন সন্তান আমার কাছে আছে আমার কাছেই থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST