মিজানুর রহমান
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগোনদ্দী বলতলা নামক স্থান থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। বড়খারদিয়া গ্রামের কামাল মুন্সির জমি থেকে চুক্তিতে মাটি কিনে বিক্রি করছেন মাটি ব্যবসায়ী বোয়ালমারী উপজেলার রিপন ফকির। মাটি যাচ্ছে উপজেলার সোনাপুর, মোনতার মোড়,বড় বাঙ্গরাইল,কাগদি,ফুলবাড়িয়ার হাট,যদুনন্দী, জগোনদ্দি গ্রাম সহ বিভিন্ন স্হানে।সালথা উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহাদাৎ হোসেন বলেন,আমাকে তথ্য দিন ও ইউএনও স্যারকে বিষয়টি জানান।
মাটি ব্যবসায়ী রিপন ফকির জানান সব ম্যানেজ করে আমরা মাটি কাটি।মাটি বোঝাই ট্রলি গাড়ি,ট্রাক এর চাকায় একদিকে গ্রামীণ রাস্তা নষ্ট হচ্ছে অপরদিকে বোঝাইকৃত গাড়ি থেকে রাস্তায় মাটি পড়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। গাড়ি চলাচলের ধুলোয় পথচারীদের শ্বাসপ্রশ্বাসে কষ্ট হচ্ছে। প্রতিবছর বর্ষা শেষ হলেই মাটি ব্যবসায়ীরা সক্রিয় হয়ে লেগে পড়ে মাটি কাটতে,মাটি বেচার হিড়িক। রাস্তা দিয়ে হু হু করে মাটি বোঝাই গাড়ি চলাচলে দূর্ঘটনার ঝুঁকি রয়ে গেছে।