মিজানুর রহমান
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুর – মুকসুদপুর সড়কের শশা ব্রীজে সংলগ্ন পাকা সড়কের কিছু অংশ দেবে গিয়ে মৃত্যুর ফাঁদে পরিনত হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে প্রতিদিন বাস,ট্রাক,টেম্পো, অটোরিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহন চলে এই সড়ক দিয়ে। ফরিদপুর সড়ক বিভাগ সড়কের দুই স্থানে একাধিক বার রাস্তা সংসার কাজ করেন এমনকি কয়েক মাস আগে সড়ক বিভাগ থেকে রাতের অন্ধকারে তড়িঘড়ি করে সড়কের এই দুই স্থানে সংস্কার কাজ করেন।ফরিদপুর সড়ক বিভাগ সড়কের সংস্কার কাজ শেষ করার কিছুদিন পরই সড়কের একই চিত্র পুনরায় দেখা মিলছে।
কয়েকদিন পুর্বের একটানা বৃষ্টিতেও সড়কের ব্যাপক ক্ষতি হয়।গাড়ির চালক, যানবাহনের যাত্রী, পথচারী ও স্হানীয় লোকজন জানান সড়কটি দূরত্ব সংস্করণ না করা হলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।ট্রাক চালক কাওসার মাতুব্বর বলেন সেখান দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় মনে হয় এ-ই বুঝি গাড়ি নিয়ে রাস্তার খাদে পড়ে গেলাম, মনের মধ্যে ধুক ধুক করে।
নগরকান্দা পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন, সড়কের দুটি স্থানে খুব বিপদ জনক অবস্থা, রাস্তাটি জরুরী ভাবে সংস্কার করা প্রয়োজন।
ভুক্তভোগী নগরকান্দা উপজেলা চেয়ারম্যান বলেন বাড়ি থেকে উপজেলায় এই সড়ক দিয়ে প্রায় প্রতিদিন যাওয়া আসা করতে হয়,মনে আতংক নিয়ে যাতায়াত করি মনে হয় কখন যেন গাড়ী উল্টে খাদের মধ্যে পড়ে।
ফরিদপুর সড়ক বিভাগের কর্মকর্তার নাম্বারে ফোন দিলে ফোন রিসিভ না করায় কোন বক্তব্য জানা যায়নি।