মোঃ জাহিদুল ইসলাম
স্পোর্টস নিউজ।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০২৩ নারী বিশ্বকাপের গ্রুপ পর্ব টপকাতে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা নারী দল ও ব্রাজিল নারী দল । আর্জেন্টিনা নারী দল গ্রুপের পর্বের তিন ম্যাচে ১ ড্র ও ২ হারে মাত্র ১ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে। তারা ইতালির কাছে ১-০ গোলে হেরে ২য় ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল। এবং আজকে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সুইডেন এবং রানার্স আপ হয়েছে দক্ষিণ আফ্রিকা নারী দল।
অপর দিকে ব্রাজিল নারী দল প্রথম ম্যাচে পানামাকে ৪-০ গোলে হারিয়ে ২য় ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে যায়, ফলে আজ তৃতীয় ম্যাচে জামাইকার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না তাদের কাছে। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই শেষে গোল শূন্য ড্র করে ব্রাজিল। তাই মোট ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের ৩য় হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল নারী দল। এবং জামাইকা ১ জয় ও দুই ড্র করে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে নক আউট পর্বে উঠেছে জামাইক্যা। এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স নারী দল।