মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।নিহত শিশুটির নাম জিহান হোসেন(৪),তার বাবার নাম শরিফ হোসেন তারা রুপসী নয়ানগর এলাকার স্থানীয় বাসিন্দা।এদিকে মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনরা ঐ ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়।প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়-শুক্রবার বিকেলে নিজ বাড়ি রূপসী থেকে শিশু জিহান ও তার মা-বাবা এবং মামার সঙ্গে প্রাইভেটকারযোগে তার খালার বাড়ি নরসিংদীর উদ্দেশ্যে রওনা হয়।যাত্রা পথে তাদের বহনকারী প্রাইভেটকারটি গ্যাস নেওয়ার জন্যে কর্নগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনে যায়।জিহানের মা-বাবা ও মামা প্রাইভেট কার হতে বাইরে গেলেও শিশু জিহান প্রাইভেটকারের ভিতরেই বসা ছিলো।গ্যাস নেওয়ার সময় গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে কিছু বুঝার আগেই হঠাৎ গাড়িতে আগুন লেগে পুরো গাড়িতে আগুন জ্বলে উঠে।আগুনের লেলিহান শিখার কারনে কেউ সামনে যেতে পারেনি,তাই গাড়ির ভিতরে থাকা শিশু জিহান পুড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।আগুনে শিশু জিহানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ঐ স্টেশনে এসে ভাঙচুর চালায়।প্রাইভেটকারে আগুন লাগার দৃশ্যের পরপরই ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মচারীরা ফিলিং স্টেশন ত্যাগ করে।ভূলতা ফাড়ির অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানায়-রংধনু ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়।নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।কি কারনে অগ্নিকাণ্ড ঘটেছে তা তদন্ত চলছে।নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।