ঢাকাMonday , 14 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনির উপর গণহত্যা ও সন্ত্রাসী আগ্রাসানের বিরুদ্ধে বেড়া প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
April 14, 2025 10:14 am
Link Copied!

আবুজর গিফারী, উপজেলা প্রতিনিধিঃ

বেড়া প্রেসক্লাবের উদ্যোগে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি মুসলমানদের উপর নিশংস গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন করেছে বেড়া প্রেসক্লাবের সদস্যরা।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ড গোল চত্বর ডাঃ আব্দুল হান্নানের (সভাপতি, বেড়া প্রেসক্লাব) নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি টি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বেড়া প্রেসক্লাবের সাংবাদিক ছাড়াও বিভিন্ন স্তরের জনসাধারণের অংশগ্রহণ করেন।

বেড়া প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক, আবুজর গিফারী বক্তব্যে বলেন, “ইসরাইলি কর্তৃক ফিলিস্তিনিতে অবিরাম সশস্ত্র হামলার মাধ্যমে বর্বর গণহত্যাকান্ডের তীব্র প্রতিবাদ, নিন্দা, ক্ষোভ জানিয়ে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।”

মানববন্ধনে বেড়া প্রেসক্লাবের সভাপতি ডাঃ আব্দুল হান্নান বক্তব্যে বলেন, ‘ইসরায়েল কোনো বৈধ রাষ্ট্র নয়। এই অবৈধ রাষ্ট্রটি যখন আমাদের ভাইদের ওপর হামলা করে, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। তাদের হামলায় আমাদের একের পর এক মসলিম ভাইবোনেরা সহ নিরীহ শিশুরা নিহত হচ্ছে, আমরা এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই।’

মানববন্ধনে “নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরাইল নিপাত যাক ফিলিস্তিন মুক্তি পাক, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, ইসরাইলি পণ্য বর্জন কর করতে হবে” ইত্যাদি শ্লোগানে শ্লোগানে শহর মুখরিত হয়ে ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST