মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, উপজেলা, প্রতিনিধি।
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইল বাহিনী কতৃক ইতিহাসের বর্বরোচিত হামলা ও নৃশংসতার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে বরিশালের মেহেন্দিগঞ্জে বিক্ষোভ মিছিল করে ইসলামি আন্দোলন বাংলাদেশ ও পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ সাধারণ জনগন।
আজ সোমবার সকাল ১১টায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও বিকাল ৫ টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ সর্বস্তরের জনগণ। মিছিলটি পাতারহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তেমুহনি চত্বরে এসে সংক্ষিপ্ত পখসভার মাধ্যমে শেষ হয়।
এসময় ফিলিস্তিনে নিরিহ মানুষ হত্যা অবিলম্বে বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসরায়েলি পন্য বয়কটের দাবী জানান বিক্ষোভকারীরা।