গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ-
৭ এপ্রিল সোমবার সকাল ১১ টায় গাইবান্ধা জেলার সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে এক বিক্ষোপ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি ১১ টায় গাইবান্ধা পৌরপার্কের সামনে থেকে যাত্রা শুরু করে গফুর মার্কেট পুলিক ক্যাফের সামনে চারমাথা গোলচক্কর থেকে ঘুরে ডিবি রোড হয়ে ১ নং রেলগেট সংলগ্ন স্থানে জমায়েত হয়ে অগ্নিঝড়া মানববন্ধন ও বক্তৃতা পেশ করেন।এখানে হাজার হাজার তৌহিদি জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়।তাদের মধ্য বেশির ভাগ ছাত্র জনতা। এছাড়াও রয়েছে ইসলামি আন্দোলনের সহযোদ্ধা সহ সকল বয়সের নারী পুরুষ।
মার্চ ফর প্যালেস্টাইনে বক্তারা ফিলিস্তিনে ইজরায়েলের নির্মম বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে বলেন,ইজরায়েল হায়নার মত আমাদের মুসলিম ভাইদের উপর হামলা করেছে।তারা শিশু,নারী, পুরুষ সকলের উপর বর্বর হত্যাযোগ্য চালিয়েছে।কিন্তুু মুসলিম উম্মাহ এখনো নিরব দর্শকের মতো ভূমিকা পালন করছে যা পুরো জাতির জন্য লজ্জাজনক, তাছাড়া বিভিন্ন স্লোগানে ফ্রি ফ্রি প্যালেস্টাইন,ফিলিস্তানে আগ্রাসন বন্ধ কর,সমস্ত পন্য বয়কট কর, করতে হবে ইত্যাদি মাধ্যমে প্রতিবাদ জানায়।
পরিশেষে, বক্তারা সমস্ত উম্মাহকে এক হয়ে দ্রুত ফিলিস্তিনি ভাইদের সহায়তা করার জন্য আহ্বান জানান।