মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
স্বাধীনতাকামী নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইহুদীবাদি ইসরায়েলের নৃশংস বর্বর হামলা ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাকের পার্টি।
শুক্রবার (২৭ অক্টোবর) জুমআর নামাজের পর স্থানীয় ঢেলাপীর উত্তরা আবাসনে সমবেত হয়ে মিছিল বের করা হয়। আবাসনের সড়কগুলো প্রদক্ষিণ শেষে সৈয়দপুর-নীলফামারী মহাসড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন সংগঠনটির নীলফামারী জেলা -২ এর সভাপতি সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম আনু, স্বেচ্ছাসেবক সভাপতি রশিদুল হক, যুব সভাপতি জহুরুল হক, বোতলাগারী ইউনিয়ন সভাপতি শাহজাহান আলী, কামারপুকুর ইউনিয়ন সভাপতি বাদল মিয়া।
লানচু হাসান চৌধুরী বলেন, ফিলিস্তিনি মুসলিম ভাই বোন, শিশু বৃদ্ধ নারীদের অকাতরে মেরে ফেলছে দখলদার ইসরায়েল। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনের স্বাধীনতা ফিরিয়ে দেয়ার দাবী জানাই।
জীবন দিয়ে জেরুজালেমের পবিত্র মাটি থেকে অভিশপ্ত ইহুদিদের বিতাড়িত করতে প্রয়োজনে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়িয়ে লড়াই করার অঙ্গিকার ব্যক্ত করেন। এতে শতাধিক মুসলমান অংশ গ্রহণ করেন।