মো. মোরসালিন ইসলাম
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বাসিন্দা ও বর্তমান শিবনগর ইউনিয়নের ঘাটপাড়া গ্রামে বসবাসকারী আইনুল ইসলামের চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছেলে হাসু(১১)বৃহস্পতিবার বেলা ১২ টায় নদীতে গোসল করতে নেমে মৃত্যুবরণ করেছে।
খবর পেয়ে স্থানীয়রা নদী থেকে তার লাশ উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফুলবাড়ী থানার এস.আই আরিফুজ্জামান ঘটনা স্থল পরিদর্শন করেন।অভিযোগ না থাকায় লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করেন।এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে থানা পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন,শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামেদুল ইসলাম।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমাল ওই পরিবারকে তৎক্ষণিক ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
এবিষয়ে তিনি আরো বলেন,ওই স্থানটি অত্যন্ত ভয়াবহ।আমি গতকাল বুধবার সেখানে গিয়ে সবাইকে সচেতন করেছি,যেন কেউ সেখানে গোসল করতে না নামে।আবারো সবাইকে আহ্বান জানাবো,নিজ- নিজ সন্তানদের ব্যাপারে সচেতন থাকুন। গত কাল শিবনগর ইউনিয়ন চেয়ারম্যান মো.ছামেদুল ইসলাম কাম কম্পিউটার মো. মেহেদী হাসান বদলি হওয়ার কারণে বদলি বিদায় অনুষ্ঠানে বলেন, সকল ইউনিয়নের পুরুষ ও মহিলা ইউপি সদস্য গ্রাম পুলিশদের বলেন, নদীতে বা পুকুরে ছোট বাচ্চাদের গোসল করতে না নামে সচেতন করতে অনুরোধ করেন।