মোঃ মোরসালিন ইসলাম
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে সমবায় সমিতির টেকসই উন্নয়নে ব্যবস্থাপনা ও আয়বর্দ্ধন সংক্রান্ত একদিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
(১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটরিয়মে প্রশিক্ষণে উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আল কামাহ তমাল। এময় ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন-উর-রশীসহ উপজেলা সমবায় সমিতির সকল প্রতিনিধি ও উপজেলা সমবায় কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।