কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলাতে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
ষষ্ঠ উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে ২৯ মে বুধবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীরা সর্বদা তাদের দায়িত্ব পালন করেছেন।
ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
উপজেলায় এবার এক লক্ষ ৪৭ হাজার ৫২৫ জন এর মধ্যে একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। ৫২টি কেন্দ্রে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।মোঃ এজাহার আলী ঘোড়া মার্কার প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।মেহেদী হাসান উড়োজাহাজ মার্কার প্রতীক নিয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ও শামীমা আক্তার পারুল কলস প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।