ঢাকাThursday , 24 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • ফের ঘূর্ণিঝড় ‘দানা’ আতঙ্কে দক্ষিণাঞ্চল খুলনা! 

    দেশ চ্যানেল
    October 24, 2024 10:21 am
    Link Copied!

    বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

    আবহাওয়াবিদদের পূর্ব সতর্কবার্তা অনুযায়ী গতকাল বুধবার থেকে শুরু হয়েছে খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে মাঝারি ও ভারী বৃষ্টি সাথে বয়ে যাচ্ছে দমকা হাওয়া। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে বিভাগের দক্ষিণাঞ্চল খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, মোংলা, পায়রা অঞ্চলের মানুষ।জেলা প্রশাসকের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলার জন্য জেলায় প্রস্তুত করা হয়েছে ৬০৪ টি আশ্রয় কেন্দ্র। সাথে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় মাইকিং করছে দুর্যোগ ব্যবস্থাপনা ফায়ার সার্ভিস এর কর্মকর্তারা। একই সাথে বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় প্রস্তুত রয়েছে আনসার ভিডিপি সেনাবাহিনী সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকগণ।

    ইতোমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘দানা’য় রূপ নিয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় ও মধ্যবর্তী অঞ্চলসহ বিভিন্ন এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ইতোমধে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে কোথাও কোথাও। বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ‘দানা’র বর্তমান গতি-প্রকৃতি অনুসারে আবহাওয়াবিদরা মনে করছেন, এটি আছড়ে পড়তে পারে ভারতের ওড়িশা উপকূলে। এর প্রভাব পড়তে পারে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় জেলা খুলনা ও বরিশালের বিভিন্ন এলাকায়। আবহাওয়া অধিদপ্তরের ৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দানা’ আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় (১৭.৩ক্ক উত্তর অক্ষাংশ এবং ৮৮.৬ক্ক পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি বুধবার সন্ধ্যা ৬ টায় (২৩ অক্টোবর, ২০২৪) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল আছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার খুলনা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

    গৃহস্থদের গৃহপালিত গবাদি পশু সাথে বয়স্ক ও বাচ্চাদের আগের থেকেই আশ্রয় কেন্দ্র নেওয়ার ব্যবস্থা করছে স্থানীয় স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্য গণ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST