মিলন হোসেন
বগুড়া জেলা প্রতিনিধি –
র্যাবের অভিযানে বগুড়ার কাহালু তে সায়েল (১৭) নামের এক অটোরিকশা চালক হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন , বগুড়ার শিবগঞ্জ উপজেলার চকঝিনা হার এলাকার মোঃ আঃ রাজ্জাকের ছেলে মোঃ আজিজুল হক (২৩)।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকাল পৌণে ৫টার দিকে সাংবাদিক সম্মেলনে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
সাংবাদিক সম্মেলনে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব- ১২ বগুড়া ও র্যাব- ৪ নবীনগর ক্যাম্প একটি যৌথ অভিযান চালায়। এসময় ঢাকার আশুলিয়া উপজেলার জিরাবো এলাকা থেকে সায়েল হত্যা মামলার পলাতক আসামি আজিজুল হক কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার কৃত আসামি হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।
আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তদন্তকারী সংস্থা পিবিআই, বগুড়ার কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য যে, গত বছরের ২১ ডিসেম্বর বগুড়া সদর উপজেলার বৃন্দাবনপাড়া এলাকার সায়েল (১৭) নামের এক অটোরিকশা চালককে কাহালু উপজেলার কাউড়া এলাকায় খড়ের পালার ভিতর শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরবর্তীতে তার অটোরিকশাটি নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত সায়েলের মা, বগুড়ার কাহালু থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার সূত্র ধরে পলাতক আসামি আজিজুল কে গ্রেফতার করেছে র্যাব।