মিলন হোসেন,
বগুড়া জেলা প্রতিনিধি –
বগুড়ায় র্যাবের মাদক বিরোধী অভিযান ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, রংপুরের কোতয়ালী উপজেলার রসুলপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ ফিরোজুল ইসলাম (৩৩) এবং একই উপজেলার রহমতপুর রহমানিয়া মাদ্রাসা এলাকার মৃত হোসেন আলীর ছেলে জাহিদ হোসেন (২৫)।
এ সকল তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) র্যাব-১২ বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত পৌণে ১টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার টেংরা মাগুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। তবে, এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৪টি মোবাইল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় পাঠানো হয়েছে।