মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি :
গত ০২ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে কৈচর বিএম টেকনিক্যাল এন্ড কারিগরি কলেজের প্রভাষক শাহজালাল তালুকদার পারভেজ(৪৬), পিতা-মোঃ মনছুর আলী, সাং- সাবরুল, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া তার পারিবারিক কাজে নিজ বাড়ী থেকে মোটর সাইকেলে বগুড়া শহরে যাওয়ার পথে ঘটনাস্থল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাথাইল চাপর ফকিরপাড়া গ্রামের জনৈক মোঃ সুমন ফকির(৩৮), পিতা-মোঃ আমজাদ ফকির এর বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপরে পৌছলে কতিপয় দুর্বৃত্ত সিএনজি যোগে এসে পারভেজ এর মোটর সাইকেলটি ব্যারিকেড দিয়ে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে।
এই হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে মৃত শাহজালাল তালুকদার পারভেজ এর স্ত্রী বাদী হয়ে বগুড়া জেলার শাজাহানপুর থানায় গত ৩ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে ,
১। মোঃ ইমন বাবু (২০), পিতা-মোঃ আমিনুল ইসলাম,
২। মোঃ কাউছার (২০), পিতা-মোঃ দুলু মিয়া,
৩। মোঃ সাব্বির (২৮), পিতা-মৃত তুহিন,
৪। আরিফ হোসেন (২০), পিতা-মৃত আবুল হোসেন,
৫। মোঃ উজ্জল(৪০), পিতা- মৃত আঃ সাত্তার,
৬। মোছাঃ রোকসানা (৩৫), স্বামী-জালাল উদ্দিন,
৭। মোছাঃ গুলশানা (৩৮), পিতা-মোঃ গোলাম মোস্তফা, সর্বসাং-সাবরুল, থানা- শাজাহানপুর, জেলা-বগুড়াদের সহ অজ্ঞাতনামা আরো অনেকের বিরুদ্ধে অভিযোগ করেন ।
শাজাহানপুর থানার মামলা নং-০২/৩৪৩ তারিখ-০৩ সেপ্টেম্বর ২০২৩ ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোডে একটি হত্যা মামলা রুজু করা হয়।
বগুড়া জেলা সহ সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে। র্যাব- ১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প উক্ত ঘটনার সাথে ছায়া তদন্ত সহ এজাহার নামীয় আসামীসহ অজ্ঞাতনামা আসামীদের দ্রুত গ্রেফতার করতে ব্যাপক গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় আজ ১১ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, উল্লেখিত হত্যা মামলার মূলহোতা মোঃ তন্ময় সাব্বির কিলার সাব্বির (২৮), পিতা-মৃত তুহিন মিয়া, সাং-বৃন্দাবনপাড়া, থানা-বগুড়া সদর ও জেলা- বগুড়া রাজশাহী জেলার সদর থানা এলাকায় আত্মগোপন করে মোঃ তৌফিক ছদ্মনাম ধারন করে অবস্থান করছে এবং বগুড়া জেলার সদর থানাধীন কালিতলা এলাকায় উক্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আল আমিন (২৬), পিতা-মৃত ইউসুফ আলী, সাং-শিববাটি কালিতলা, থানা ও জেলা-বগুড়া অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল একই তারিখ ১১.১০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন কালিতলা এলাকায় উক্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আল আমিন(২৬) কে গ্রেফতার করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন একটি সিএনজি উদ্ধার করা হয় এবং একই তারিখ ১৫.১০ ঘটিকায় রাজশাহী জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে পারভেজ হত্যাকান্ডের মূলহোতা আসামী মোঃ তন্ময় সাব্বির কিলার সাব্বিরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের কথা প্রাথমিক ভাবে স্বীকার করে। তারা হত্যা সংঘঠন করে ঘটনাস্থল থেকে সিএনজি যোগে পালিয়ে যায়। প্রথমে ঢাকায় আত্মগোপন করলেও পরে ঢাকা থেকে তারা রাজশাহী সহ বিভিন্ন স্থানে গিয়ে আত্মগোপন করে। তাদের মধ্যে একজন রাজশাহী থেকে ফিরে এসে বগুড়া সদরে নিজ এলাকায় অবস্থান করলে তাকে সিএনজি সহ গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের মাধ্যমে হত্যাকান্ডের মূলহোতা কিলার সাব্বিরকে রাজশাহী সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের শাজাহানপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।