মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি-
ছাত্র-জনতার আন্দোলনে চোখে গুলুবিদ্ধ শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে জামায়াত।
বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের বারোপুরে পেপার শ্রমিক চোখে গুলিবিদ্ধ মোহন মিয়া, দোবাড়ীয়ার মিরাজ পাইকাড় ও জয়পুর পাড়ার আতিকুল ইসলাম কে দেখতে যান এবং চিকিৎসা সহায়তা প্রদান করেন ।
এ সময় শহর সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, শ্রমিক নেতা রাসেল জিলাদার, আরিফুল ইসলাম, রহমত আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময়, আ স ম আব্দুল মালেক বলেন, যাদরে বুকের রক্তে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জামায়াতে ইসলামী সাধ্যমত এই আন্দোলনে শহীদ এবং আহতদের পাশে দাঁড়াচ্ছে। আমরা সব সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদরে পাশে থাকবো ইনশাআল্লাহ ।
এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আহত ৩ পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয় ।