মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি-
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর তত্তাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া‘র মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি বগুড়ার একটি টিম ১১/০৩/২০২৪ ইং তারিখ ১৮.৪০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন কালিবালা গ্রামস্থ জনৈক মোঃ বাপ্পি মোল্লা, পিতা-মৃত আব্দুল মতিন এর বসতবাড়ী হইতে আসামী ১। মোঃ বাপ্পি মোল্লা (৩২), পিতা-মৃত আব্দুল মতিন, সাং-কালিবালা,
০২। মোঃ শুভ আলম (২৫), পিতা-মৃত জাহাঙ্গীর আলম, সাং-বাদুরতলা, উভয় থানা-সদর, জেলা-বগুড়াদ্বয়কে ১০ (দশ) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।