স্টাফ রিপোর্টার, বগুড়া
বাদিনী মোছাঃ চামেলী বেগম (৩০), এর বড় মেয়ে বয়স (১৩), বগুড়া শহরের ঠনঠনিয়াস্থ আল অহি ন্যাশনাল মাদ্রাসায় ৮ম শ্রেণীতে লেখাপড়া করে। ভিকটিমকে গত ২৮ আগস্ট অনুমানিক ১০ টায় গাবতলী উপজেলা সুখানপুকুর ভাংঙ্গিরপাড়ার বাদিনীর বাবার বাড়িতে বেড়াতে যায়। গত ৩০ আগস্ট বিকালে নিজ বাড়িতে আসার জন্য সুখানপুকুর সিএনজি স্ট্যান্ডের উদ্যেশ্যে বের হয়। পরবর্তীতে ভিকটিম বাড়ীতে না আসায় মামাবাড়ী ও আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে গোঁজা খুজি করে না পেয়ে গত ৩০ আগস্ট গাবতলী মডেল থানায় একটি নিখোঁজ সংক্রান্তে জিডি করে। পরে পুলিশের সহযোগীতায় ভিকটিম মোছাঃ জান্নাতী আক্তার (১৩) কে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকা থেকে উদ্ধারপূর্বক তার কাছ থেকে জানতে পারে যে, উক্ত মাদ্রাসার পরিচালক নারী লিপ্সু পাংকুয়া মোঃ জহুরুল ইসলাম (৪১), পিতা মোঃ গোলাম মোস্তফা, সাং বেড়াগাড়ী, শাজাহানপুর, বগুড়া।
গত ৩০ আগস্ট বিকালে অনুমানিক গাবতলী উপজেলা সুখানপুকুর ইউপির ভাংঙ্গিরপাড়া জামে মসজিদের সামনে থেকে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অজ্ঞাতনামা সিএনজি যোগে অপহরণ করে সাবগ্রাম এলাকার অজ্ঞাত নামা এক বাসায় নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে বগুড়া গাবতলী থানায় এজাহার নামীয় ১ জনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করে।
উক্ত মামলার প্রেক্ষিতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ আসামীকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শাজাহানপুর উপজেলার বেড়াগাড়ী পোয়াল গাছা নিজ বাড়িতে উল্লেখিত ধর্ষণ মামলার এজাহার নামীয় ১নং পালাতক আসামী নারী লিপ্সু পাংকুয়া মোঃ জহুরুল ইসলাম (৪১) অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় আজ শুক্রবার ৫ সেপ্টেম্বর আনুমানিক ২ টায় সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল কর্তৃক বগুড়া শাজাহানপুর উপজেলার বেড়াগাড়ী পোয়াল গাছা নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী নারী লিপ্সু পাংকুয়া মোঃ জহুরুল ইসলাম (৪১), পিতা মোঃ গোলাম মোস্তফা, সাং বেড়াগাড়ী শাজাহানপুর, বগুড়াকে ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২টি সিমসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানায় হস্তান্তর করা হয়।