ঢাকাTuesday , 2 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বহূতল মার্কেটে আগুন

দেশ চ্যানেল
April 2, 2024 2:00 pm
Link Copied!

মিলন হোসেন বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া শহরের বহুতল বাণিজ্যিক বিপণী বিতানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণ করাসহ ভবনে আটকে পড়া কয়েকজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

মঙ্গলবার ২ এপ্রিল দুপুরে শহরের সাতমাথার পাশে এম এ খান লেনে অবস্থিত মেরিনা নদী বাংলা কমপ্লেক্স মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

তবে ব্যবসায়ীরা জানান, মাকের্টে আগুন লাগা ষষ্ঠ তলায় ইলেক্ট্রনিক্স ও ওষুধের গোডাউন রয়েছে। দুপুর একটার দিকে মেরিনা নদী বাংলা কমপ্লেক্সের ষষ্ঠ তলায় ওষুধের একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, বিপণিবিতানের ষষ্ঠ তলায় ২০টি ওষুধের দোকান ও গুদাম ছিল। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের তিন ঘন্টা প্রচেষ্টায় বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভবনের ১০ তলায় আটকে পড়া ১০-১২ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অগ্নিকান্ডে ১টি ওষুধের দোকান এবং ১৮ থেকে ১৯টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল আংশিক পুড়ে গেছে।

 

অগ্নিকান্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST