মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি-
গত ৩ ফেব্রুয়ারি বগুড়া শিবগঞ্জ উপজেলার সিদ্ধিপুর এলাকায় মোঃ আব্দুল মান্নান মন্ডল (৫২) এর গভীর নলকূপের সাথে থাকা বৈদ্যুতিক মিটার অজ্ঞাতনামা ব্যক্তিরা চুরি করে নিয়ে যায়। পরে, ভিকটিম বাদি হয়ে বগুড়ার শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং এর প্রেক্ষিতে অজ্ঞাত নামাদের আসামী করে । যার মামলা নং-১৬, ধারা-৩৭৯ দঃবিঃ রুজু হয়।
এরই প্রেক্ষিতে, র্যাব-১২, সিপিএসসি বগুড়ার আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শহরের সাতমাথা এলাকায় অভিযান পরিচালনা করে , আসামী মোঃ আনোয়ার হোসেন (২০), পিতাঃ মোঃ শুকুর উদ্দিন, সাং বিশ্বনাথপুর, মোঃ রাজু সরদার (২৮), পিতাঃ শাহজাহান সরদার, সাংঃ সোনাকুড়া, মোঃ শাকিল আহমেদ (২৩), পিতাঃ মোঃ আঃ আলীম, সাংঃ জামুরহাট, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ বগুড়াগণকে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবত বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুটে বিকাশ নাম্বার লিখে রেখে অথবা ফোন করেও বিকাশ নাম্বার দিয়ে টাকা দাবি করতো। পরে, দাবিকৃত টাকা পেলে বৈদ্যুতিক মিটারের অবস্থান ভিকটিমকে বলে দিত। তারা অত্যন্ত চতুর হওয়ায় অপকর্মের কোন প্রমাণ রাখতো না।
গ্রেফতারকৃত আসামী গণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শিবগঞ্জ থানায় সোপর্দ করা হবে।