মিলন হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি –
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সুজাবাদ এলাকায় তামিম এগ্রো কেয়ার ফিট এর সামনে কতিপয় ব্যক্তি জনসাধারণকে ভয়-ভীতি প্রদর্শন করো বিভিন্ন যানবাহন হইতে চাঁদা উত্তোলন করছে।
গোপন সংবাদের ভিত্তিতে ২০ ফেব্রুয়ারি র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সুজাবাদ তামিম এগ্রো কেয়ার ফিট এর সামনে কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী , মোঃ হযরত আলী (৪৪), পিতা- মৃত খলিলুর রহমান, লতিফপুর (দক্ষিণপাড়া), মোঃ রবিউল ইসলাম (৩০), পিতা- মোঃ রুহুল আমিন, সাং- বেতগাড়ী দক্ষিণপাড়া, মোঃ শাজাহান আলী (৫২), পিতা- মৃত আঃ রশিদ, সাং- বেতগাড়ী (বটতলা), থানা-শাজাহানপুর, বগুড়াগণ কে চাঁদাদাবী আদায়ের ২টি রশিদ বহি, ৬টি রশিদ, ১টি টর্চ লাইটসহ গ্রেফতার করেছে ।
ধৃত আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ দিয়ে পন্যবাহী ট্রাকের ড্রাইভারের নিকট হতে টাকা উত্তোলনের কথা স্বীকার করে। তারা যানবাহন আটকে যানবাহন প্রতি ৩০০/- টাকা করে উত্তোলন করে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী গণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়।