মিলন হোসেন
বগুড়া জেলা প্রতিনিধি –
বগুড়ায় র্যাবের অভিযানে ফেন্সিডিল সহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার ভোর পৌনে ৬ টায় বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের কর্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৩ বোতল ফেনসিডিল সহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- বগুড়া সদরের নারহট্র এলাকার মৃত অছিমুদ্দিনের ছেলে মো: ফারুক প্রাং (৫৪),
একই জেলা ও উপজেলার হটিলাপুর এলাকার মৃত রহিমুদ্দিনের ছেলে মো: বাবু প্রাং (৪২) ও একই জেলার শেরপুর উপজেলার শালফা দক্ষিণ পাড়ার মৃত কোরবান আলীর ছেলে মো: সোহেল রানা (৪৭)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ১’টি সিএনজি, ৪’টি মোবাইল ফোন ও ৫’হাজার ৭’শত টাকা জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।