মিলন হোসেন বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কুপতলা শাহাপাড়া গ্রামের মোছাঃ রাবেয়া খাতুন (৫৫), স্বামী- মোঃ আবুল হোসেন এই মর্মে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন যে, তার ছেলে আজহারুল ইসলাম শান্ত (২৪) সৈয়দ আহম্মেদ কলেজে ডিগ্রী প্রথম বর্ষে লেখা পড়ার পাশাপাশি ইন্টারনেটের কাজ করত। গত ২ মার্চ বিকাল অনুমান সারে ৪ টায় তার ছেলে বগুড়া শহরের চকফরিদ মহল্লার এতিম খানা রোডের মোস্তফা লজ এর সামনে পাকা রাস্তার উপর পৌছা মাত্র এজাহারনামীয় ১১ জনসহ অজ্ঞাতনা ৮/১০ জন পূর্ব পরিকল্পিতভাবে ধারালো চাকু দ্বারা আঘাত করে ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে সদর থানার মামলা নং-৪ তারিখ ০২/০৩/২৪ ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়।
আসামীদের দ্রুত গ্রেফতার করতে র্যাব-১২, সিপিএসসি, গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ৭ মার্চ র্যাব-১২ একটি আভিযানিক দল চেলোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ,
মোঃ রাতুল (২২), পিতা- মোঃ আঃ হান্নান, সাং- মালতিনগর দক্ষিণপাড়া, থানা ও জেলা- বগুড়া’কে গ্রেফতার করে।
আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামীরা তিন ভাই। তার ভাইদের সাথে ভিকটিমের পূর্বশত্রুতা ছিল। কিছুদিন পূর্বে তার ভাই ও মামাকে ভিকটিমের লোকজন চাকু মেরেছিল। মূলত এর প্রতিশোধ নিতেই তার ভাই ও ভাইয়ের বন্ধু-বান্ধব মিলে শান্তকে হত্যা করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়।