ঢাকাMonday , 11 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বগুড়ায় শান্ত হত্যা মামলার আসামী রাব্বি গ্রেফতার

    দেশ চ্যানেল
    March 11, 2024 2:33 pm
    Link Copied!

    মিলন হোসেন বগুড়া জেলা প্রতিনিধি

    বগুড়া সারিয়াকান্দি উপজেলার কুপতলা শাহাপাড়া গ্রামের মোছাঃ রাবেয়া খাতুন (৫৫), স্বামী- মোঃ আবুল হোসেন সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন যে, তার ছেলে আজহারুল ইসলাম শান্ত (২৪) সৈয়দ আহম্মেদ কলেজে ডিগ্রী প্রথম বর্ষে লেখা পড়ার পাশাপাশি ইন্টারনেটের কাজ করত।

     

    গত ২ মার্চ বিকাল অনুমান ৪.২৫ মিনিটে তার ছেলে শহরের চকফরিদ মহল্লার এতিম খানা রোডের মোস্তফা লজ এর সামনে পাকা রাস্তার উপর পৌছা মাত্র এজাহারনামীয় ১১ জন ও অজ্ঞাতনামা ৮/১০ জন পূর্ব পরিকল্পিতভাবে ধারালো চাকু দ্বারা আঘাত করে ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

     

    আসামীদের দ্রুত গ্রেফতার করতে র‌্যাব-১২, সিপিএসসি, গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১০ মার্চ র‌্যাব-১২, বগুড়া ও র‌্যাব-১০, ফরিদপুর এর যৌথ অভিযানে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন চর কমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রাব্বি (২২), পিতা- মোঃ শহিদুল মুন্সি, মালতিনগর দক্ষিণপাড়া, থানা ও জেলা- বগুড়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক ছায়া তদন্তে জানা যায়, ভিকটিমের সাথে রতন পরিবারের দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ চলে আসছিল। এর প্রেক্ষিতে কিছুদিন পূর্বে রতন, তার ছোট ভাই সুমন ও তার মামা রেজা শান্ত গ্রুপের লোকজনের হাতে আহত হয়।

     

    এই ঘটনার প্রতিশোধ নিতেই শান্তকে শান্তর পরিচিত একজনের মাধ্যমে ঘটনার দিন ঘটনাস্থলে ডেকে নিয়ে এসে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং ভিকটিম মারা যায়।

     

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST