ঢাকাSaturday , 4 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশ-এর ইউনিট প্রধান নির্বাচিত হলেন সাংবাদিক পিয়াস।

দেশ চ্যানেল
October 4, 2025 10:09 am
Link Copied!

স্টাফ রিপোর্টার, বগুড়া

বাংলাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় নিবেদিত সংগঠন “সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশ”-এর বগুড়া ইউনিট প্রধান ও অনুসন্ধান পদে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল মোমিন পিয়াস। সম্প্রতি সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।

সাংবাদিক আব্দুল মোমিন পিয়াস দীর্ঘদিন ধরে পেশাগত জীবনে নিষ্ঠা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। সাহসী ও ন্যায়ভিত্তিক সংবাদ পরিবেশনের জন্য সহকর্মীদের কাছে তিনি ইতোমধ্যেই আস্থাভাজন হিসেবে পরিচিত হয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর আব্দুল মোমিন পিয়াস বলেন—

“সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা এখন সময়ের দাবি। সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে গিয়ে অনেক সাংবাদিক অন্যায়ভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। বগুড়া ইউনিট থেকে আমরা সাংবাদিকদের পাশে দাঁড়াবো, তাদের অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবো।”

সহকর্মী ও পরিবারের প্রতিক্রিয়া

তার ছোট ভাই ও সহকর্মী, গাবতলী উপজেলা প্রতিনিধি আহসান হাবিব শিবলু বলেন,পিয়াস ভাই শুধু একজন সাংবাদিক নন; তিনি বিএসসি ইঞ্জিনিয়ার, লেখক, সমাজসেবক ও এক নিষ্ঠাবান অনুসন্ধানী সাংবাদিক। ছোটবেলা থেকেই তিনি মেধাবী, কৌতূহলী ও দায়িত্বশীল ছিলেন। সত্য, সততা ও নিরপেক্ষতার জন্য প্রতিদিনের কাগজের সম্মানিত সম্পাদক খায়রুল আলম রফিক স্যারের অত্যন্ত আস্থাভাজন প্রতিনিধি হিসেবে তিনি সুপরিচিত। তার হাত ধরেই বগুড়ায় সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব এক বিবৃতিতে জানিয়েছে—

“আব্দুল মোমিন পিয়াস দায়িত্বশীল, সৎ ও অনুসন্ধানী সাংবাদিক হিসেবে বগুড়ায় সবার আস্থা অর্জন করেছেন। তার নেতৃত্বে বগুড়া ইউনিট সাংবাদিক সমাজের জন্য আরও শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠবে। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ, আইনি সহায়তা প্রদান এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।”

সহকর্মী ও গণমাধ্যমকর্মীরা আব্দুল মোমিন পিয়াসকে নতুন দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তারা বিশ্বাস করেন, তার নেতৃত্বে বগুড়া ইউনিট সাংবাদিক সমাজের জন্য আরও শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি করতে সক্ষম হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST