মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া জেলায় সেঞ্চুরি পার করল পেঁয়াজের দাম। এক দিনের ব্যবধানে কেজিতে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়ে বগুড়া জেলার বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকা পর্যন্ত। পাইকারিতে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা।
বগুড়ার বিভিন্ন হাট বাজার এবং শহরের পাইকারি রাজা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত ক’দিন ধরেই পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরাতে মান ভেদে ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হতে দেখা যায়। তবে গতকাল হঠাৎ করে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়ে পাইকারিতেই ৯৫ থেকে ১০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। আর শহরের অন্যান্য বাজারে মসলা জাতীয় এই পণ্য ১১০ টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি হয় বলে জানা গেছে। জানতে চাইলে
এদিকে ভরা মৌসুমে পণ্যটির এমন দামে ক্ষুব্ধ ক্রেতারা বলছেন, সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তায় পেঁয়াজের দাম লাগামহীন। সরকারের পরিসংখ্যানে দেশে পেঁয়াজের চাহিদার তুলনায় উৎপাদন উদ্বৃত্ত দেখানো হলেও চাষ মৌসুমেও দাম নাগালের বাইরে চলে গেছে। অসাধু কারবারীদের সুযোগ করে দিতেই বাজার সংশ্লিষ্টরা নিত্যপণ্যের দাম কমানো ব্যাপারে কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করছে না বলে অভিযোগ সাধারণ ভোক্তাদের।
তবে সংশ্লিষ্টরা বলছেন, প্রতি রমজানেই দেশে পেঁয়াজের চাহিদা বাড়ে। পণ্যটির দাম নিয়ন্ত্রণে এখনই দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ বা আমদানি না করলে অচিরেই তা সাধারণের নাগালেই বাইরে চলে যাবে। এতে রমজানের বাড়তি চাহিদাকে পুঁজি করে সাধারণ মানুষকে নিঃস্ব করে ফায়দা লুটাবে সিন্ডিকেট ব্যবসায়ীরা ।