স্টাফ রিপোর্টার, বগুড়া-
বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় সেনাবাহিনীর গোপন অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে আলোচিত তুফান সরকারের শ্বশুর, শ্বাশুড়ি এবং স্ত্রী রয়েছেন বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে।
সেনা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই ঐ পরিবারটির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল, তবে প্রশাসনের তেমন তৎপরতা দেখা যায়নি। সেনাবাহিনীর এ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।