ঢাকাWednesday , 14 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বগুড়ায় স্ত্রী হত্যার অভিযোগের স্বামী গ্রেফতার –

    দেশ চ্যানেল
    February 14, 2024 11:08 am
    Link Copied!

    মিলন হোসেন,
    বগুড়া জেলা প্রতিনিধি –

    যৌথ অভিযানে গাজীপুর জেলার সদর থানাধীন সালনা বাজারের কাঁথারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মোঃ আঃ রশিদ (৫৫)। তিনি চাপাইনবয়াবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার গুচ্ছগ্রামের মোঃ বদিউজ্জামানের ছেলে।

    আজ ১৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে বগুড়া র‍্যাব-১২, সিপিএসসি কোম্পানী কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৪ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখে ভিকটিম তার স্বামী আঃ রশিদসহ ঢাকা থেকে সান্তাহারে ভাড়া বাসায় আসার পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া-বিবাদ হয়।

    পরে , গত ৯ ফেব্রুয়ারী বিকেল ৫টায় সান্তাহার চা বাগানে জনৈক মোঃ আইয়ুব আলীর মনোয়ারা ভিলা ভাড়া বাসায় আঃ রশিদ ধারালো বটি দিয়ে ভিকটিম রাজিয়া সুলতানার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে সে পালিয়ে যায়।

    ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হলে, ডাক্তার উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় রেফার করেন। পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভিকটিমকে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ই ফেব্রুয়ারি ২০২৪ ইং সকাল আনুমানিক পৌনে ৮টায় ভিকটি মৃত্যুবরণ করে।

    পরবতীতে ভিকটিমের মা উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আদম দিঘী থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে ১২ ফেব্রুয়ারী আদমদিঘী থানায় একটি হত্যা মামলা রুজু হয়, যাহার নং-১৮৬০, পেনাল কোড, ধারা ৩০২।

    আসামীকে দ্রুত গ্রেফতার করতে র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় স্ত্রী হত্যার প্রধান আসামী আঃ রশিদ কে গ্রেতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার আদমদিঘী থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST