মিলন হোসেন,
বগুড়া জেলা প্রতিনিধি-
বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় শহর জাতীয় পার্টির দু’জনকে আটক করেছেন স্থানীয় এলাকাবাসী।
আজ শনিবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার লায়ন কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদের আটক করে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়।
গ্ৰেফতারকৃতরা হলো, বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত নুরুল ইসলাম আকন্দের ছেলে আবু তাহের এবং একই এলাকার আনিছুর রহমানের ছেলে দেবেক।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, আজ সকালে উত্তর চেলোপাড়া এলাকাবাসী এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় দুইজনকে আটক করে তার কাছে সোপর্দ করেন। পরে তিনি তাদের পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য সদর থানা হেফাজতে দেন বলে জানান তিনি।