স্টাফ রিপোর্টার, বগুড়া-
বগুড়া শহরের মাটিডালী এলাকায় অবস্থিত হোটেল ড্রিম প্যালেসে
শুক্রবার (১৮ জুলাই) রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ১০ জন নারী ও দুইজন পুরুষ খদ্দেরকে আটক করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার পুলিশ হোটেলটিতে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করা হয় এবং আটক নারীদের হোটেল কক্ষ থেকে বাইরে বের করতে দেওয়া হচ্ছিল না। পরে সেনাবাহিনীর সহযোগিতায় নারীদের বের করে আনা হয় এবং তাদের হেফাজতে নেওয়া হয়।
এদিকে পুলিশ জানায়, হোটেলটিতে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই ঘটনায়।
উক্ত হোটেল মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধেও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।