মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি-
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঠাকুরগাঁও হইতে ঢাকাগামী একটি পরিবহনে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২১/০৯/২৪ তারিখ রাত ০১.৪৫ ঘটিকায় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন নিশিন্দারা ইউনিয়নের অর্ন্তগত ঠেংগামারা গ্রামস্থ টিএমএসএস ডেল্টাল ইউনিটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী,
১। শ্রী অমল চন্দ্র বিশ্বাস (৩৫), পিতা-শ্রী অর্জুন বিশ্বাস, মাতা-নন্দ রানী, সাং-সোলার বন্দর, থানা-বালিয়াডাঙ্গা, জেলা-ঠাকুরগাঁও’কে বাসের মধ্যে রাখা চাউলের বস্তায় বিশেষ কায়দায় রক্ষিত ১৫০ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ও ১টি সীম সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।