মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলার বোইসা মোড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মোঃ মোজাম্মেল হোসেন (৩২) ও তার স্ত্রী মোছাঃ শাহেদা (২৭)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর জব্বার হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে হানিফ পরিবহনের একটি যাত্রী বাহী বাসে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।