মিলন হোসেন
বগুড়া জেলা প্রতিনিধি –
বগুড়ায় ৪ এপিবিএনের অভিযানে ১ কেজি গাঁজা সহ মান্নান নামে এক মাদক কারবারি কে আটক করা হয়েছে।
আজ বুধবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৬ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বগুড়া সদরের ছিলিমপুর মেডিক্যালের সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।
গ্ৰেফতারকৃত মো: আব্দুল মান্নান (৪০) রাজশাহীর বাগমারা থানার রনশিবাড়ী এলাকার মৃত কবেশ শেখ ওরফে বিষ্ণুর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ৪ এপিবিএন বগুড়ার অধিনায়ক মো: আব্দুর রাজ্জাক জানিয়েছেন, মাদক বিরোধী অভিযানে পঞ্চাশ হাজার টাকা মূল্যের ১ কেজি শুকনো গাঁজা সহ আব্দুল মান্নান নামে ১ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।
গ্ৰেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।