মো:মোখলেছার রহমান, গাবতলী (বগুড়া) :
বগুড়া জেলার গাবতলী উপজেলায় বিএনপি -জামায়াতের ডাকা অবরোধের ২য় দিনে গাবতলী উপজেলা আওয়ামীলীগ শান্তি সমাবেশ ও মিছিল করেছে। বৃহস্পতিবার অবরোধের ২য় দিনে গাবতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মোস্তফা আব্দুর রাজ্জাক মিলুর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ফয়সাল খান জনির সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশর আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বগুড়া পৌর আওয়ামীলীগের সভাপতি জনাব রফি নেওয়াজ খান রবিন। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বাবু ধন্য গোপাল সিংহ, জেলা আওয়ামীলীগের সদস্য ও সুখানপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলমগীর রহমান, জেলা যুবলীগের সহ-সভাপতি বগুড়া পৌর কাউন্সিলর আলহাজ্ব শেখ,গাবতলী পৌর আওয়ামীলীগের সভাপতি আজিজার রহমান পাইকার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শান্তি সমাবেশ শেষে বেলা তিনটায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু ও সাধারণ সম্পাদক ফয়সাল খান জনির নেতৃত্বে একটি শান্তি মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ তিনমাথা মোড় হয়ে রেলস্টেশনে গিয়ে শেষ হয়। এ সময় পুলিশ উপজেলা পরিষদের মোড়ে ও তিনমাথা মোড়ে শান্তিপূর্ণ অবস্থান নেয়। অবরোধে সড়কে কোন প্রকার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে দোকানপাট খোলা ছিল।