মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার গাবতলী মডেল থানার এক মাদক বিরোধী অভিযানে সাজেদা ওরফে সাহেদা (৬৪), নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের ভুলু মোল্লার স্ত্রী।
গত শুক্রবার (১২ই এপ্রিল) রাত্রি অনুমান ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম, সুজল চন্দ্র দেবনাথ, আঃ কুদ্দুস, শ্রী জয়দেব কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দূর্গাহাটা ইউনিনের দূর্গাহাটা গ্রামস্থ ধৃত মাদক ব্যবসায়ীর বসত বাড়ীর দক্ষিণ দুয়ারী চারচালা টিনের ঘরের মধ্যে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সাজেদা ওরফে সাহেদাকে গ্রেফতার করে এবং তাহার হেফাজত হইতে ৩,শত গ্রাম গাঁজা, নগদ ১ হাজার ২০ টাকা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করেন।
এ সংক্রান্তে এসআই আঃ কুদ্দুস বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করিলে নিয়মিত মামলা রুজু হয় এবং মামলাটির তদন্তভার এসআই জাহিদুল ইসলাম এর উপর অর্পণ করা হয়।
গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীকে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।