মিলন হোসেন
বগুড়া জেলা প্রতিনিধি –
বগুড়ার ধুনট উপজেলায় শ্যালো মেশিনের চাকায় চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মেহেদী হাসান (১৮) নামের এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি ) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মেহেদী হাসান ধুনট উপজেলার বড়বিলা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। সে গোসাইবাড়ি বাজারে শাহাদাৎ হোসেনের ডেকোরেটরের শ্রমিক ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, মেহেদী হাসান গত ২৬ ডিসেম্বর রাতে উপজেলার চিকাশি ইউনিয়নের গজারিয়া গ্রামে ওয়াজ মাহফিলের একটি অনুষ্ঠানে ডেকোরেটরের কাজ করতে যান। সেখানে শ্যালো মেশিন দিয়ে বিদ্যুৎ সরবরাহের কাজ করেন। এক পর্যায়ে মেহেদীর গায়ের চাদর চলন্ত শ্যালো মেশিনের চাকায় আটকে গলায় ফাঁস লাগে। এ সময় অনুষ্ঠানের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জানুয়ারি মঙ্গলবার সকালে মেহেদী হাসানের মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মেহেদী হাসানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।