মিলন হোসেন
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় স্বামীকে তালাক দেওয়ায় প্রাক্তন স্ত্রীর নগ্ন ছবি এবং ভিডিও সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন নাছিম প্রামানিক (৩৫)। এ ঘটনায় শনিবার (৯ ডিসেম্বর) ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ধুনট থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে সকাল ১০টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর এলাকা থেকে নাছিম প্রামানিককে গ্রেফতার করে এবং দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
মামলা এবং থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাছিম প্রামানিক সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মানিক পোটল গ্রামের শহিদ প্রমানিকের ছেলে। প্রায় ১২ বছর আগে ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামের এক নারীকে বিয়ে করেন । তাদের দুইটি মেয়ে রয়েছে।
নাছিম প্রামানিক সংসার করা কালীন সময়ে কৌশলে তার স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে রাখেন। কিন্তু পরবর্তীতে তাদের সংসারে বনি-বনা না হওয়ায় দুই মাস আগে নাছিম প্রামানিককে তার স্ত্রী তালাক দেন। এতে ক্ষুব্ধ হয়ে নাছিম তার প্রাক্তন স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। বিষয়টি টের পেয়ে ওই নারী শনিবার সকালের দিকে ধুনট থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।