মিলন হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি-
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার জমি থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের পাশে নন্দীগ্রাম উপজেলার সিংজানি এলাকায় দেখতে পায় স্থানীয় লোকজন।
পুলিশের ধারণা ৪-৫ দিন আগে তাঁকে হত্যা করে লাশ ফেলে গেছেন দূর্বৃত্তরা।
জানা গেছে, বেলা সাড়ে ১১ টার দিকে নন্দীগ্রাম উপজেলার সিংজানি গোয়ালিয়া মাঠে জমিতে সরিষা কাটতে গেলে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয় কৃষকরা।
পরবর্তীতে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চার-পাঁচ দিন আগে অজ্ঞাত এই যুবককে হত্যা করা হয়েছে।