ঢাকাTuesday , 2 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বগুড়ার নন্দীগ্রামে ভিক্ষুক নারীকে ধর্ষণ চেষ্টা মামলায় গ্ৰেফতার-১ 

    দেশ চ্যানেল
    April 2, 2024 9:29 pm
    Link Copied!

    মিলন হোসেন বগুড়া জেলা প্রতিনিধি

    বগুড়ার নন্দীগ্রামে এক বিধবা নারী ভিক্ষুককে ধর্ষণে ব্যর্থ হয়ে মারধরের অভিযোগে আনিছুর রহমান (৩৫) নামের এক মুরগী বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

     

    সে ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বিশা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

     

    মঙ্গলবার (২ এপ্রিল) ওই মুরগী বিক্রেতাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মারপিটের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন দুই কন্যা সন্তানের জননী বিধবা ভিক্ষুক।

     

    গত ২৭ মার্চ কুন্দারহাট ইনছান আলী উচ্চ বিদ্যালয় মাঠের পাশে ধর্ষণ চেষ্টা ও কুন্দারহাট বাজারে একটি চায়ের দোকানের সামনে ওই নারীকে মারপিটের ঘটনা ঘটে। লম্পটের বিচার চেয়ে সেখানেই অনশন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

     

    মামলার বিবরণে জানা যায়, পেংহাজারকি বেগুনিপাড়ার ওই নারীর স্বামী দুই বছর পূর্বে মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর মানুষের কাছে হাত পেতে সাহায্য নিয়ে জীবিকা নির্বাহ করছেন। ঘটনার দিন সকাল ১০ টার সময় কুন্দারহাট বাজারে সাহায্য চাওয়ার সময় শিশু কন্যাকে নিয়ে বিদ্যালয় মাঠে যাওয়া মাত্রই ওই নারীর পেছন থেকে জাপটে ধরে মুরগী বিক্রেতা আনিছুর। ধর্ষণ চেষ্টাকালে ধস্তাধস্তির সময় লম্পটকে ধাক্কা দিয়ে রক্ষা পান ওই বিধবা।

     

    এদিকে, নন্দীগ্রাম থানার ওসি আজমীর হোসাইন আজম জানান, ভূক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করলে থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST