মিলন হোসেন,
বগুড়া জেলা প্রতিনিধি –
বগুড়ার নন্দীগ্রামে সুস্থ গাভীর পেটে মৃত বাছুর মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ গাভী জবাই করার ঘটনা ঘটেছে।
জানা গেছে , বগুড়া জেলার নন্দীগ্রামের লউমরপুরহাটে মো: হাশেমের প্রায়
১লক্ষ টাকা মূল্যের একটি গাভী বাচ্চা প্রসব করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ গাভীর মাংস বিক্রয়ের উদ্দেশ্যে পার্শ্ববর্তী সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের শামীম হোসেনের মাধ্যমে শেরপুর পৌরসভার মো: অহিদ শেখের ছেলে মো: গনির নির্দেশে একই এলাকার আজাহারের ছেলে মিসকিন
হোসেন (৪৭),
সোনা শেখের ছেলে সোহেল রানা (২৫) এবং কুরবান আলীর ছেলে আশরাফ (২৭) অসুস্থ গাভীটি জবাই করে সিএনজি যোগে শেরপুর নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতা উমপুর বাসস্ট্যান্ডে তাদের হাতেনাতে আটক করে।
পরে , স্থানীয় জনতা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতারকদের ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অসুস্থ গাভীর জব্দকৃত মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলে জানান তিনি।