ঢাকাWednesday , 6 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বগুড়ার নৈশ প্রহরীর লাশ গুমের রহস্য উন্মোচন, ট্রাক চালক গ্রেফতার

    দেশ চ্যানেল
    September 6, 2023 3:13 pm
    Link Copied!

    মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি :

    বগুড়ার ফুলবাড়ী বিসিক এলাকায় নৈশ প্রহরী আব্দুল বাসেদ এর মাথা থেঁতলানো লাশ গুমের রহস্য উন্মোচন সহ এ ঘটনায় ট্রাকসহ চালককে গ্রেফতার করা হয়েছে।

    বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর নির্দেশনায় সদর থানার ওসি মো: সাইহান ওলিউল্লার নেতৃত্বে পুলিশের এস আই মোশারফ সহ একটি টিম বুধবার (৬ সেপ্টেম্বর ) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

    উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বগুড়া শহরের বিসিক এলাকায় ডেনিস কোম্পানির পাশে জঙ্গলের ভিতরে নৈশপ্রহরী আব্দুল বাসেদের মাথা থেঁতলানো লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন এবং পুলিশকে সংবাদ দেয়।

    উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের পরিচয় শনাক্ত করে লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

    এ ব্যাপারে বগুড়া সদর থানায়-সড়ক পরিবহণ আইন ও লাশ গুমের অভিযোগে মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত কালে জানতে পারে একটি অজ্ঞাতনামা ট্রাকের চালক ওইদিন ভোর ৫ টার দিকে ঘটনাস্থলের পাশে বালু সরবরাহের জন্য ড্রাম ট্রাক নিয়ে পিছনের দিকে যাওয়ার সময় রাস্তার পাশে ডিউটিতে থাকা নৈশপ্রহরী আব্দুল বাছেদ পাইকার (৪৮) কে ধাক্কা দেয় । এতে বাছেদের মাথার পিছনে লেগে মাথা থেঁতলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাছেদ মারা যায়।

    পরবর্তীতে ট্রাক চালক লাশটি গুম করার উদ্দেশ্যে ঘটনাস্থলের পাশের জঙ্গলের মধ্যে ফেলে দেয়। তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামিকে শনাক্ত করে । সারিয়াকান্দি উপজেলার ফেরিঘাট এলাকা থেকে মূল আসামি ট্রাকচালক মোঃ ইজাজুল ইসলাম আপেল (২৫) কে গ্রেফতার করা হয় । সেই সাথে ট্রাকটি জব্দ করা হয়।

    এদিকে, গ্রেফতার চালক আপেল কে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST