মিলন হোসেন, স্টাফ রিপোর্টার, বগুড়া –
রবিবার (২৯ ডিসেম্বর ) বিকেল ৩ ঘটিকায় ” মহাসড়ক ব্যবহার ও দুর্ঘটনা প্রতিরোধে গণ সচেতনতামূলক পথসভা ” অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পথসভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার, বগুড়া হাইওয়ে সার্কেল, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন আলী আহমেদ হাশমী। এসময় তিনি সিএনজি ও থ্রি হুইলার ড্রাইভারদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ মহাসড়কের যানজট সৃষ্টি করবেন না। উল্টো পথে আপনারা কেউ সিএনজি এবং থ্রি হুইলার নিয়ে যাতায়াত করবেন না। মহাসড়কে আগামীতে যানজটের সৃষ্টি হলে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মামলা দায়ের করা হবে।
এ সময় আর উপস্থিত ছিলেন, মোঃ মোনোয়ারুজ্জামান, অফিসার ইনচার্জ, কুন্দারহাট হাইওয়ে থানা এবং কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশ সদস্য বৃন্দ।