স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া শাজাহানপুর উপজেলার বিভিন্ন হাটবাজারে সরকার নির্ধারিত খাজনার বাইরে অতিরিক্ত খাজনা আদায়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান। চলমান পরিস্থিতিতে যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে জনগণকে সরব থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ইউএনও তাইফুর রহমান এক জরুরি বার্তায় জানান, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী শুধুমাত্র নির্দিষ্ট হাটের দিন এবং নির্ধারিত স্থানেই খাজনা আদায় করা যাবে। গ্রাম বা ফসলি জমিতে গিয়ে খাজনা আদায় সম্পূর্ণ অবৈধ। কেউ যদি হাটবার ছাড়া অন্য কোনো সময় বা স্থানে খাজনা তুলতে আসে, তবে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
তবে এ ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো ধরনের মারপিট বা ভাঙচুর থেকে বিরত থাকারও নির্দেশ দেন ইউএনও।
তিনি আরও বলেন, “আমরা শুধু হাটবাজার ইজারা দিয়েছি। ইজারার আওতায় শুধুমাত্র হাটবাজারেই খাজনা আদায় করা যাবে। এর বাইরে কারও খাজনা তোলা সম্পূর্ণ অবৈধ। কেউ যদি হাটের বাইরে খাজনা তোলে তাহলে তার ইজারা বাতিল করা হবে।”
তবে, প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে উপজেলার হাটবাজার এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য করছেন কৃষক ও ব্যবসায়ীরা।