ঢাকাSaturday , 26 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শাজাহানপুরে অতিরিক্ত খাজনা আদায়ে কঠোর অবস্থানে প্রশাসন, ইউএনও’র জরুরি নির্দেশনা।

দেশ চ্যানেল
April 26, 2025 11:21 am
Link Copied!

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া শাজাহানপুর উপজেলার বিভিন্ন হাটবাজারে সরকার নির্ধারিত খাজনার বাইরে অতিরিক্ত খাজনা আদায়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান। চলমান পরিস্থিতিতে যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে জনগণকে সরব থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ইউএনও তাইফুর রহমান এক জরুরি বার্তায় জানান, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী শুধুমাত্র নির্দিষ্ট হাটের দিন এবং নির্ধারিত স্থানেই খাজনা আদায় করা যাবে। গ্রাম বা ফসলি জমিতে গিয়ে খাজনা আদায় সম্পূর্ণ অবৈধ। কেউ যদি হাটবার ছাড়া অন্য কোনো সময় বা স্থানে খাজনা তুলতে আসে, তবে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

তবে এ ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো ধরনের মারপিট বা ভাঙচুর থেকে বিরত থাকারও নির্দেশ দেন ইউএনও।

তিনি আরও বলেন, “আমরা শুধু হাটবাজার ইজারা দিয়েছি। ইজারার আওতায় শুধুমাত্র হাটবাজারেই খাজনা আদায় করা যাবে। এর বাইরে কারও খাজনা তোলা সম্পূর্ণ অবৈধ। কেউ যদি হাটের বাইরে খাজনা তোলে তাহলে তার ইজারা বাতিল করা হবে।”

তবে, প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে উপজেলার হাটবাজার এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য করছেন কৃষক ও ব্যবসায়ীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST