আব্দুল গাফফার শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে করতোয়া নদীর পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। লাশটির মুখমণ্ডল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।শুক্রবার ২৫ (এপ্রিল)দুপুরে উপজেলার গাড়িদহ ইউনিয়নের চণ্ডীজান গ্রামের করতোয়ার পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।মৃত ব্যক্তির পরনে ছিল একটি লুঙ্গি। লাশটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, ‘লাশটির মুখ পুড়ে গেছে। শরীরে তেমন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই দিন ধরে ওই এলাকার শ্মশান ঘেঁষা নদীপাড় থেকে দুর্গন্ধ আসছিল। আজ দুপুরে ছাগল চরাতে গিয়ে স্থানীয় এক নারী মাজেদা খাতুন লাশটি পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘লাশটির পরিচয় শনাক্তে বগুড়া ও সিরাজগঞ্জের সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ) দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।