ঢাকাThursday , 17 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের যৌথ বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

দেশ চ্যানেল
July 17, 2025 2:43 pm
Link Copied!

আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি

গোপালগঞ্জে এনসিপি আয়োজিত কর্মসূচিতে হামলার প্রতিবাদে ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে বগুড়ার শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শেরপুর শহরের শাহী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা চত্বর, ধুনট মোড় রোড প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, উপজেলা জামায়াতের আমির ও বগুড়া-৫ আসনে দলীয় মনোনীত এমপি প্রার্থী শিল্পপতি দবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মুস্তাফিদ নাছিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেরপুর উপজেলা শাখার সেক্রেটারি মাহমুদুর রহমান চুন্নু, শহর শিবিরের সভাপতি রাফি প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা সত্ত্বেও নিরাপত্তা নিশ্চিত না হওয়া অত্যন্ত দুঃখজনক। ৫আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও কিছু অপশক্তি এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর তারই অংশ। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান ইসলামি দলের নেতারা। বিক্ষোভ মিছিলে প্রায় তিন হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST