আব্দুল গাফফার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
দুর্গাপূজার মন্ডপ গুলো নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। তাই কোনো ভয় বা শঙ্কার কারণ নেই। নির্বিঘে শারদীয় উৎসব পালন করুন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা উদযাপনে র্যাবসহ সরকারের অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনী তৎপর রয়েছেন। এরপরও কোনো কু-চক্রী মহল দুর্গাপূজায় যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করলে তাদের কঠোর শাস্তি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২’র অধিনায়ক মোঃ মনির হোসেন। তিনি শুক্রবার (২০ অক্টোবর) রাতে বগুড়ার শেরপুরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এই হুঁশিয়ারি দেন। এসময় র্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-সদস্যরা ছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু সাংগঠনিক সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণ তাঁর সঙ্গে ছিলেন। পরে পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ৯৪টি মন্ডপ পরিদর্শন করেন র্যাবের অধিনায়ক মনির হোসেন।