ঢাকাFriday , 11 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত: আহত ১০ ।

    দেশ চ্যানেল
    October 11, 2024 1:14 pm
    Link Copied!

    আব্দুল গাফফার শেরপুর( বগুড়া) প্রতিনিধি

    বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো দশজন বাস যাত্রী। তাঁদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ছয়টা ও বেলা দুইটায় উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা পেট্টোল পাম্পের সামনে এবং ঘোগা বটতলা নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানান, ষাট বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধা ছোনকা পেট্টোল পাম্পের সামনে মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিমপাশে পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে তিনি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। সম্ভবত তিনি মানষিক ভারসাম্যহীন ছিলেন। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতাল মর্গে পাঠান। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর নাম পরিচয় জানা যায়নি। এদিকে একই ইউনিয়নের ঘোগা বটতলা নামক স্থানে ঢাকা থেকে বগুড়াগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসটির অন্তত দশজন যাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। এরমধ্যে গুরুতর আহত তিনজনকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে সূত্র জানান। জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST