ঢাকাWednesday , 22 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে প্রতিবন্ধীসহ দুই শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

দেশ চ্যানেল
November 22, 2023 4:09 am
Link Copied!

আব্দুল গাফ্ফার
শেরপুর বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে প্রতিবন্ধীসহ দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইটখোলার ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আব্দুস সামাদ ওরফে দুদু মিয়া (৫৮)। মঙ্গলবার (২১নভেম্বর) দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালি গ্রামস্থ ওই ইটখোলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আব্দুস সামাদ শেরপুর পৌর শহরের উলিপুরপাড়া এলাকার মোবারক আলীর ছেলে। এরআগে একইদিন সকালে নির্যাতনের শিকার প্রতিবন্ধী শিশুটির মা মোছা. ফুয়ারা বেগম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, বিগত ২০নভেম্বর দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালি গ্রামস্থ ইটখোলা সংলগ্ন বসতবাড়িতে খেলাধুলা করছিল দুই শিশু। এরমধ্যে একজন প্রতিবন্ধী শিশু রয়েছে। তার বয়স তের বছর। আরেকজনের বয়স সাত বছর। এসময় বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে ইটখোলার ব্যবস্থাপক আব্দুস সামাদ ওই বাড়িতে ঢুকে পড়ে। সেইসঙ্গে তাদের বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক শিশুর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় ভয়ে শিশুটি বাড়ি থেকে বের হয়ে বাড়িতে চলে যায়। এরপর প্রতিবন্ধী শিশুটির জামা-কাপড় খুলে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় লম্পট আব্দুস সামাদ। একপর্যায়ে প্রতিবন্ধী শিশুটির চিৎকার শুরু করলে কৌশলে সটকে পড়ে সামাদ। পরবর্তীতে শিশুটির মা বাড়িতে আসলে তাকে ঘটনাটি জানায়। তখন নির্যাতনের শিকার শিশুর মা ফুয়ারা বেগম ঘটনাটি পুলিশকে মৌখিকভাবে জানানোর পাশাপাশি থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, এই ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। পাশাপাশি মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে মঙ্গলবারই বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST