ঢাকাFriday , 13 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে বিশ্ব ডিম দিবসে শিক্ষার্থীদের বিনামূল্যে ডিম খাওয়ালেন এমপি হাবিব

দেশ চ্যানেল
October 13, 2023 2:10 pm
Link Copied!

আব্দুল গাফফার
শেরপুর বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় শিক্ষার্থীদের ডিম খাওয়ানোর মধ্যদিয়ে পালিত হলো বিশ্ব ডিম দিবস। ‘প্রতিদিনই ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই’-এই শ্লোগানে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য নানা আয়োজন করা হয়।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ রায়হান পিএএ সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর-ধুনট আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। আর সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. রেহেনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজমগীর হোসেন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম সাহিদুল ইসলাম শাহিন, হাফিজ উদ্দিন, তাজমুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ রায়হান পিএএ বলেন, ডিমে উচ্চমাত্রার প্রোটিন পাওয়া যায়। পরিবারের প্রোটিনের চাহিদা পূরণে ডিমের বিকল্প নেই। বাংলাদেশের মানুষ বছরে ডিম খায় গড়ে মাত্র ৪৫-৫০টি। অথচ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যানুযায়ী, বছরে একজন মানুষের ন্যূনতম ১০৪টি ডিম খাওয়া উচিত বলে জানান তিনি। এদিকে অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের বিনামূল্যে ডিম খাওয়ানোর মধ্যদিয়ে কর্মসূচির শুভ সূচনা করেন প্রধান অতিথি এমপি হাবিবর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST